বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের নিয়ামাবলী-

১৯৭২ সালে প্রণীত ৩ ধারায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা অনুযায়ী জাতীয় পতাকার মাপ কেমন? রং কেমন হবে? সে সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত- ১০:৬ বা ৫:৩। দৈর্ঘ্য ও প্রস্থের আয়তাকার ক্ষেত্রের গাঢ় সবুজ রঙের মাঝে লাল বৃত্ত থাকবে। ।অতএব , জাতীয় পতাকা সঠিক নিয়মে তৈরি এবং উত্তোলন না করিলে ২ বছর কারাদন্ড সহ ১০ হাজার টাকা আর্থিক জরিমানার বিধান আছে।

পতাকার দৈর্ঘ্য ১০ ফুট হলে প্রস্থ হবে ৬ ফুট।, লাল বৃত্তের ব্যাসার্ধ হবে ২ ফুট।পতাকার দৈর্ঘ্যর বিশ ভাগের বাম দিকের নয় ভাগের শেষ বিন্দুর ওপর অঙ্কিত লম্ব এবং প্রস্থের দিকে মাঝখান বরাবর অঙ্কিত সরল রেখার ছেদ বিন্দু হলো লাল বৃত্তের কেন্দ্র।পতাকার লাল বৃত্তের মাপ- পতাকার ৫ ভাগের ১ অংশ হবে।

অবমাননার শাস্তি >  ২০১০ সালের জুলাই মাসের সংশোধিত আইন আইন অনুযায়ী সর্বোচ্চ ২ বছর পর্যন্ত কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ডে বিধান রাখা হয়।

জাতীয় পতাকা টানানোর নিয়ম –

নতুন নিয়মে পতাকা অর্ধনমিত রাখার ক্ষেত্রে পতাকাদণ্ডের উপর থেকে চার ভাগের একভাগ দৈর্ঘ্যের সমান নিচে পতাকা বাঁধতে হবে। পতাকাদণ্ডের কোথায় পতাকা রেখে পতাকা অর্ধনমিত করতে হবে, বিধিমালায় বিষয়টি আগে নির্ধারিত ছিল না।
বিধিমালার বিধি-৭ এর ১২ অনুচ্ছেদের পরিবর্তে নতুন ১২ অনুচ্ছেদ প্রতিস্থাপিত হবে।
এ অনুচ্ছেদে বলা হয়েছে- অর্ধনমিত রাখার ক্ষেত্রে পতাকা প্রথমে পতাকাদণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করতে হবে।
এরপর পতাকাদণ্ডের এক-চতুর্থাংশের দৈর্ঘ্যের সমান নিচে নামিয়ে পতাকাটি স্থাপন করতে হবে।ওই দিবসে পতাকা নামানোর সময় ফের পতাকাদণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করা হবে, এরপর নামাতে হবে।

জাতীয় পতাকা উত্তোলনের পদ্ধতি ও উপলক্ষ সমূহ-

(ক) মহানবীর জন্ম দিবস (ঈদ-এ-মিলাদুন্নবী)।
(খ) ঐতিহাসিক ৭ই মার্চ।
(গ) ১৭ই মার্চ জাতির পিতার জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস।
(ঘ) ২৬শে মার্চ স্বাধীনতা দিবস।
(ঙ) ১৬ই ডিসেম্বর বিজয় দিবস।
(চ) সরকার কর্তৃক প্রজ্ঞাপিত অন্য যে কোন দিবস।

নিম্নবর্ণিত দিবসসমূহে ‘পতাকা’ অর্ধনমিত থাকবে-
(ক) ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস;
(খ) ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস; এবং
(গ) সরকার কর্তৃক প্রজ্ঞাপিত অন্য যে কোন দিবস।

জাতীয় পতাকার খুটির মাপ –

জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রে খুটির মাপ কত বা দৈর্ঘ্য প্রস্থ কত থাকবে এ বিষয়ে বাংলাদেশ পতাকা রুলস, ১৯৭২ এ কোন কিছুই উল্লেখ নেই। তবে জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রে খুটি অবশ্যই মানান সহি হতে হবে। খারাপ দেখা যায় সেক্ষেত্রে ২০ ফিট হলে ভালো হয়।

মনে রাখতে হবে, বাংলাদেশের পতাকার ওপরে অন্য কোনো পতাকা বা রঙিন পতাকা ওড়ানো যাবে না। অন্য দেশের পতাকার সঙ্গে বাংলাদেশের পতাকা উত্তোলন করতে হলে প্রথমে বাংলাদেশের পতাকা উত্তোলন করতে হবে। নামানোর সময়ও বাংলাদেশের জাতীয় পতাকা সর্বশেষে নামাতে হবে। মিছিলে পতাকা বহনের বিধান হচ্ছে, পতাকা মিছিলের কেন্দ্রে অথবা মিছিলের অগ্রগমন পথের ডানদিকে বহন করতে হবে। জাতীয় পতাকার ওপর কোনো কিছু লেখা বা মুদ্রিত করা যাবে না অথবা কোনো অনুষ্ঠান বা উপলক্ষে কোনো চিহ্ন অঙ্কন করা যাবে না। এমনকি জাতীয় পতাকাকে পোশাক হিসেবে ব্যবহার করা যাবে না এবং গায়ে জড়িয়ে রাখা যাবে না।

Contact us